ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:০৭
আজকের সর্বশেষ সবখবর

শৈলেন্দ্র প্রসাদ চৌধুরী মানিক এর কবিতা “অধ্যাপক”

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২২, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

অধ্যাপক!

অধ্যাপক!অধ্যাপক তুমি কী পড়াও?

দেখি প্রতিদিন সাইকেলে চড়ে

এ বাড়ি সে বাড়ি প্রাইভেট পড়াও,

এতে কি তোমার সংসার চলে?

 

শুনছি তুমি যে কলেজে চাকরি কর

সেই কলেজ এমপিও এখনো হয়নি!

তুমি পদার্থ বিজ্ঞান ভালো পড়াও

তোমার সন্তানেরা বলে তাই শুনেছি!

 

অধ্যাপক তোমরা বলির পাঁঠা

যে সরকার আসে সবাই আশ্বাস দেয়!

তোমরা ভাবো এবারই সব হয়ে যাবে

সরকার বদল হয় তোমরা হও না!

 

তোমরা যে প্রাইভেট পড়াও পেটের দায়ে

স্টুডেন্ট বুঝলেও ওদের বাপ মা বুঝে না,

মুখের ওপর বলে দেয় যখন তখন

কাল থেকে বাচ্চা আর পড়বে না।

 

অধ্যাপক তোমাদের মুক্তি কোথায়?

তোমরাতো নিজের সন্তানেরই খবর রাখনা

পেট পুরে খাবার, পোশাক দিতে পারোনা,

সালাম অধ্যাপক অভিবাদন অধ্যাপক!

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না