ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৩৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অজ্ঞাত হুমকি ও চাঁদাবাজির শিকার বিএমএর সাধারণ সম্পাদক!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২২, ২০২০ ১:১৫ অপরাহ্ণ
পঠিত: 46 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

 

পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীকে চিঠি দিয়েছে ‘পার্বত্য চট্টগ্রামের একটি সশস্ত্র সংগঠন’। তবে ওই ‘সংগঠনের’ নাম-পরিচয় জানা যায়নি। একই সাথে আশপাশের আরও ৯ ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে তারা।

 

তবে তাদের কাছে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত চাঁদা চেয়েছে। কারও কাছে চিঠি, আবার কারও কাছে মৌখিকভাবে সময়সীমা বেঁধে দিয়েছে তারা। অন্যথায় ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য তাদের দোষারোপ করা যাবে না বলে চিঠিতে জানানো হয়েছে। রোববার (২১ জুন) ডা. ফয়সাল ইকবাল চৌধুরী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমকে।

 

জানা যায়, নিজের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব নিশ্চিন্তাপুর এলাকায় ১০৬ একর জমির ওপর আমবাগান ও মাছের খামার করেছেন ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

 

গত ১৭ জুন বিকালে ৬ জনের একটি সন্ত্রাসী দল খামারের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ১৮ জুনের মধ্যে চাঁদার টাকা পরিশোধের হুমকি দেয়। এ ঘটনাটি ডা. ফয়সাল ইকবাল চৌধুরী রাঙ্গুনিয়া থানায় জানিয়েছেন।

 

ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, ‘গত সপ্তাহে ৬ জন লোক এসে চাঁদা চেয়ে হুমকি দিয়ে যায় আমাদের খামারের কর্মচারীদের। তাদের সাথে মুখবাধা একজন বাঙালি ছেলেও ছিল। টাকার দাবিতে হুমকি দিয়েই তারা থেমে থাকেনি। কর্মচারীদের জিম্মি করে কিছু মাছও নিয়ে যায়। বিষয়টি রাঙ্গুনিয়া থানা পুলিশ, র‌্যাব এবং আইনশৃঙ্খলাবাহিনীর অন্যান্য সংস্থাকে অবহিত করেছি।’

 

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘হ্যাঁ এ ধরনের ঘটনার খবর পেয়েছি। ডা. ফয়সাল ইকবালসহ মোট ১০ জনকে চাঁদার দাবিতে চিঠি দেওয়া হয়েছে। সেখানে আমরা পুলিশের নজরদারি বাড়িয়েছি। আর যেহেতু হুমকির ওই চিঠিতে কোনো সংগঠনের নাম ছিল না তাই আমরা ঘটনাটা তদন্ত করে দেখছি।’

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না