সিলভি হোসেন
প্রবাসীরা জীবন যাপন করছেন নানান ভয়ে । জার্মানির বার্লিন এ করোনাপরিস্থিতি বেড়ে যাচ্ছে দিনেরপর দিন। একদিনে প্রায় ৭,৮৩২ জন আক্রান্ত। আমেরিকার ওক্লোহোম এ ও সবকিছু স্বাভাবিক হতে দেখাগেছে।কেউ মানছেনা লকডাউন যদিও আক্রান্তের সংখ্যা দাঁড়ায় একদিনে ১২০,০০০ জনের ও বেশী। অস্ট্রেলিয়ায় ৭ দিনে কেউই আক্রান্ত হয়নি তবে গত ৪ দিনে আবার বেড়েছে আক্রান্তের সংখ্যা।সবকিছু স্বাভাবিক ভাবেই কর্মস্থানগুলো খুলে গেছে।এদিকে ইটালিতে আগের মতো স্বাভাবিক জীবন যাপন চললেও আক্রান্তের সংখ্যা বাড়ছে ঘন্টার পর ঘন্টা। ইস্পেইন এ শুক্রবারে সিদ্ধান্ত নওয়া হয়েছে সকল দোকান পাট খুলে দাওয়ার তবে এর পরের দিনই করোনা রোগী বেড়ে যাওয়ায় আবার সবকিছু লকডাউন করে দাওয়া হয়। অন্যদিকে পাশাপাশি দেশ ভারত ও শনাক্ত হচ্ছে একদিনে প্রায় ৪ লাখের ও বেশি। পৃথিবীর সব দেশগুলোই করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত। একমাত্র সৃষ্টিকর্তাই জানেন কবে পৃথিবীটি করোনা মুক্ত হবে ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।