আমির হোসেন, তাহিরপুর::
সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৩’শ পরিবারকে বর্ষাকালীন সব্জিচাষের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে পারিবারিক কৃষির সব্জি পুষ্টি বাগান স্থাপনের অর্থ.বীজ ও উপকরণ বিতরনের লক্ষে তাহিরপুর সদর ইউনিয়নে প্রথম পর্বে ৩৫ জন কৃষকের মধ্যে এ প্রনোদনা দেয়া হয়। প্রণোদনার মধ্যে রয়েছে সব্জি বাগানের বেড়া ও সার মিলে ১৯শ’৩৫ টাকা,১২ প্রজাতির সব্জি বীজ। গতকাল রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা’র সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় বিতরণ পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা একরামুল হাসান প্রমূখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।