মোঃ আঃ রহিম নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভুয়া পুলিশকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আটক যুবকের নাম রুবেল মিয়া সে ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার আশার মোড় বাজারে ওই যুবক পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে মাস্ক না পরার অপরাধে টাকা দাবি করে। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার এস.আই মাসুদ রানা ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্রতারকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।