মোঃ আলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের দুদিন পর ছাদিয়া (৬) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বাড়ির পাশের পাটক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ছাদিয়া উপজেলার রামখানা ইউনিয়নের আধমাথা গ্রামের রফিকুলের কন্যা।
রামখানা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত দুইদিন ধরে ছাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। মাইকিং করেও তার কোনো সন্ধান পাইনি। স্থানীয় লোকজন আজ সকালে বাড়ির পাশে পাট খেতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজনসহ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।