প্রকাশ দেব, চট্টগ্ৰাম।
শ্বশুরবাড়িতে যৌতুকে জমি কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে মারা গেছেন প্রবাসীর স্ত্রী। নিহত নারীর শ্বশুরবাড়ির লোক বলছে তিনি আত্মহত্যা করেছেন। অন্যদিকে নিহতের পিতার পরিবারের দাবি তাকে বিষ প্রয়োগ করেই হত্যা করা হয়েছে।
রোববার (২১ জুন) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এয়াজুর পাড়া সিকদার এলাকার মৃত জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত নারী বিবি কাউসার (৩০) এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সীর বাড়ির মেয়ে।
নিহত নারীর বড় ভাই দেওদীঘির ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘আমার বোনের স্বামীকে আমরা কিছু টাকা দিই একটা জায়গা কেনার জন্য। আজকে রোববারে আরও কিছু টাকা দেওয়ার কথা ছিলো। বোন জামাই থাকেন বিদেশে। এদিকে ওই জায়গা সংক্রান্ত বিষয়ে আমার বোনের মামা শ্বশুর আর মামী শাশুড়ির সাথে ঝামেলা চলছিল। সেই ঝামেলার জেরে আমার বোনকে তার শাশুড়ি, মামী শাশুড়ি, মামা শ্বশুর ও মামাত বোন তসলিমাই বিষ খাইয়ে হত্যা করেছে। ভাগনি নিজেই আমার কাছে স্বীকার করেছে তাকে ৩-৪জনে মিলে হত্যা করেছে।’
এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বলেন, ‘মৃত নারীর বাচ্চারা বলেছে তাকে বিষ দিয়ে হত্যা করেছে। কারণ বাচ্চারা বলেছে তাদের মাকে ৩-৪ জন মিলে জোর করে কিছু একটা খাওয়ানো হয়েছিল। আমার মতে তদন্তের আগে বিষ খেয়েছে বা আত্মহত্যা এটা বলা ঠিক হবে না।’
এদিকে সাতকানিয়ার মাদার্শার এয়াজুর পাড়ার প্রবাসী দিদারুল আলমের স্ত্রী বিবি কাউসারের (৩০) সাথে প্রবাসী স্বামী এবং শাশুড়ির সাথে পারিবারিক কলহ চলে আসছিল। সেই জেরে রাতে বিষ খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রবাসীর স্ত্রী—এমন দাবি করছেন নিহত নারীর শ্বশুরবাড়ির লোকেরা।
নিজেকে প্রত্যক্ষদর্শী জানিয়ে মো. সায়েম বলেন, ‘রাত ১১টার সময় চিৎকার শুনে আমরা গিয়ে দেখি ওই মহিলা বিষ খেয়ে ছটফট করছিলেন। ওই সময় তিনি বলছিলেন, বিষ খেয়েছি। সংসারের যন্ত্রণায় আমি বিষ খেয়েছি। তখন আমরা তাকে সাতকানিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলেন। চমেকে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
এদিকে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি সংসারে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে প্রবাসীর স্ত্রী বিষ খেয়েই আত্মহনন করেছেন।’
নিহতের শ্বশুরবাড়ির স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল কবির বলেন, ‘মহিলা খুব ভালো। কিন্তু সংসারের বিভিন্ন বিষয়ের অভিমানে বিষ খেয়ে নিজেকে শেষ করে দিলেন।’
নিহত নারীর শ্বশুরবাড়ি এয়াজুর পাড়ার সিকদার বাড়ির আরেক বাসিন্দা মো. সাইফুল ইসলাম মিন্টু বলেন, ‘মহিলা রাগের বশে বিষ খেয়ে ফেলেছে। আমরা হাসপাতালে নেওয়ার সময় মহিলাটি নিজেই বলছে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলছি।’
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।