মোছাঃ সিলভি হোসেন
সৌদি সরকার জানিয়েছেন এ বছর সৌদি আরবে সৌদি বসবাসকারীরা ছাড়া অন্য কোন দেশ পবিত্র হজ্জে অংশগ্রহণ করতে পারবেন না। কেন না করোনা বদলে দিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি। এমন কি এর বিশেষ প্রভাব পরেছে এবার পবিত্র হজ্জে ও।
৩ মাস কারফীউ এর পর সৌদিতে উঠিয়ে নেওয়া হয়েছে লকডাউন। তবুও করোনা শনাক্ত সৌদির ঘরে ঘরে ।এই পর্যন্ত প্রায় ১লাখ ৫৬ হাজার মানুষ করোনায় শনাক্ত হয়েছেন।
কথায় আছে মক্কার মানুষ নাকি হজ্জ পায়না তবে এ কথাটা কতটা সত্য তা জানা নেই তবে এ বার কথাটি যেন বাস্তবতার রূপ ধারণ করেছে। শুধু স্থানিয়রাই কেবল অংশগ্রহণ করতে পারবেন এবার পবিএ হজ্জ এ।তাই এ বছর অন্য দেশ থেকে পবিত্র হজ্জ এ অংশগ্রহণ না করতে পারায় কষ্ট বিরাজ করছে সবারই মনে।
এ বছর যারা হজ্জ নিবন্ধন কারিরা রয়েছেন তারা চাইলে তাদের হজ্জের টাকা উত্তোলন করতে পারবেন জানিয়েছেন ধর্ম মন্তণালয় সাথেই আগামী বছরের জন্যে ও আবার নিবন্ধন করে রাখতে পারেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।