ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে পাহাড় দখল ও বসবাসকারীর উচ্ছেদ অভিযানে পরিবেশ অধিদপ্তর।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৪, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

নগরীর বায়েজিদ এলাকায় পাহাড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ অভিযান শুরু করেন তারা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজ পাহাড়ে অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আরেফিন নগর থেকে অভিযান শুরু হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম জানান,  জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। পরিবেশ রক্ষায় ও পাহাড়কে বাঁচাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না