মোঃ রাসেদুল ইসলাম হাকিমপুর (হিলি) প্রতিনিধি, দিনাজপুর
খাদ্য নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগান’ প্রধানমন্ত্রীর নির্দেশিত ও কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে দিনাজপুরের হাকিমপুর (হিলি) তে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে জুন) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ এর আয়োজনে রেলওয়ে স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি কাহের আলী, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদসহ অনেকে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।