মোঃআলিমুল ইসলাম, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম,
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে উজানী ঢলে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত। প্রায় ১৫০০ পরিবার পানি বন্দি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে যে হাতিয়া ইউনিয়নে আগাম এই মধ্যবর্তী বন্যার ফলে চর গুজিমারি, চর অনন্তপুর,চর দাগারকুঠি,চর জলংগার কুঠি এবং রামখানা,নীলকন্ঠ,কদমতল ও গাবুরজানসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেনের সাথে কথা হলে তিনি জানান আগাম এই মধ্যবর্তী বন্যার ফলে হাতিয়া ইউনিয়নের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।বর্তমান এই আগাম মধ্যবর্তী বন্যার সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে তিনি জানান।
আগাম এই মধ্যবর্তী বন্যায় অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।