ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৮
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরী থানায় শিশু সাদিয়া হত্যার একদিন পর আসামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৫, ২০২০ ৫:১৮ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

মোঃ আলিমুল ইসলাম জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
গত ২৩ জুন তারিখে নাগেশ্বরী উপজেলার রামখানায় নিখোঁজের ২ দিন পর সাদিয়া (৫) নামের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় সাদিয়ার গলায় পাটের আঁশ দিয়ে পেঁচানো ছিলো বলে জানা যায়।
উক্ত ঘটনায় পুলিশ সুপারের নির্দেশক্রমে ওসি নাগেশ্বরী, রওশন কবীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ করিম ঘটনার পরপরই ব্যাপকভাবে তদন্ত শুরু করেন এবং তদন্তের এক পর্যায়ে সন্দিগ্ধ আসামী সাদিয়ার চাচা নাজমুলকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে শিশু সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে। আজ ভোর রাতে তার দেখানো মতে সাক্ষীদের সম্মুখে একটি বাগান থেকে সাদিয়ার পরিধেয় বস্ত্র উদ্ধার করা হয়।
উক্ত ঘটনা সংক্রান্তে আসামী নাজমুল ২৫ জুন বিকেলে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায়  জবানবন্দি প্রদান করে।
আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না