ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন

বিডি আলো ডেস্ক
জুন ২৫, ২০২০ ৫:২২ অপরাহ্ণ
পঠিত: 228 বার
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে উপজেলা হাসপাতাল, ধর্মপাশা সরকারি কলেজ পর্যন্ত এসব বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাছির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম এ রেজা পহেল, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনিয়ান হোসেন খান পাঠান প্রমুখ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না