মোঃ মোতালেব হোসেন, জেলা প্রতিনিধি নাটোর।
নাটোরের আহমেদপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জয় নামে এক মোটরসাইকেল চালক নিহত ও অপর দুইজন আহত হয়েছে। নিহত জয় মৌখরা এলাকার হরিজন কলোনীর চন্দন কুমারের ছেলে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের আহমদপুরের সৈয়দমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে কাজ সেরে মোটরসাইকেল নিয়ে দুইজন কে সাথে নিয়ে মৌখড়া ফিরছিলেন জয়। পথে সৈয়দমোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় মারা যায়। অপর দু’জনকে আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।