ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২০
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে তিন মাসে ভ্রাম্যমান আদালতের ১৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায় ।।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৫, ২০২০ ১০:১৪ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

সেলিম মাহবুব, ছাতক(সুনামগঞ্জ) 
সুনামগঞ্জ জেলার ছাতকে গত ৩ মাসে ১৫ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সংক্রামক ব্যাধি প্রতিরোধ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, বালুমহাল ও মাঠি ব্যাবস্থাপনা আইন, বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ আইনের বিভিন্ন ধারায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল এসব জরিমানা আদায় করেন। অভিযানে সহযোগিতা করেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল। এরমধ্যে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল ১৭৩টি মামলায় মোট ৯ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির আদায় করেন ৬ লক্ষ ৩ হাজার ৭৯০টাকা। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির জানান, করোনা মহামারির এসময়ে ছাতকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনসাধারণকে সচেতন রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না