রাউজানের পাহাড়তলীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রকৌশলী মারা গেছেন। তার নাম ইঞ্জিনিয়ার নুরুল আবছার (৭০)। তিনি ওই ইউনিয়নের শেখপাড়ার গ্রামের মৃত গোলাম হোসেন সওদাগর পুত্র।
বৃহস্পতিবার (২৫ জুন) নোয়াপাড়া পথেরহাটের একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
প্রতিবেশী ও স্থানীয় সমাজসেবক আবদুল মাবুদ খান শুক্রবার সকালে বলেন ‘তিন-চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি ছিল নুরুল আবছারের। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার রাত ৯টার দিকে নোয়াপাড়া পথেরহাটের একটি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সামাজিকভাবে দাফন-কাফনে কেউ এগিয়ে না আসলে মরহুমের পরিবার আমাকে ফোন করে আমাদের সংগঠনের পক্ষ থেকে দাফন-কাফন করার আহবান করেন। এরপর আমাদের সংগঠন গাউসিয়া কমিটি দক্ষিণ রাউজান শাখার পক্ষ থেকে একটি টিম রাত প্রায় সাড়ে ১২টার দিকে স্বাস্থ্যবিধি মেনে নুরুল আবছারকে দাফন করে। মরহুম আবছার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে যান।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।