সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের ধারন নতুনবাজার জামে মসজিদের সামনের পুকুর ভরাটের জন্য ছাতক উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের বরাদ্দকৃত দুই লক্ষ এক হাজার টাকার একটি চেক মসজিদ কমিটির পক্ষে গ্রহণ করেন সেওতরপাড়া গ্রামের আরশ আলী খান ভাসানী।চেক প্রদান করেছেন সুনামগঞ্জ ৫, ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য,জাতীয় সংসদের প্যানেল স্পীকার মুহিবুর রহমান মানিক।শুক্রবার সকাল ১১ঘটিকার সময় ছাতক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেকটি ধারন নতুনবাজার জামে মসজিদ কমিটির পক্ষে আরশ আলী খান ভাসানী গ্রহন করেন।এ সময় ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমেদ,ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমান,আওয়ামীলীগ নেতা ও সাবেক মেম্বার আসকর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।