ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:২৮
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ব্রাহ্মন পুরোহিতদের মাঝে প্রনোদনা প্রদান।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৬, ২০২০ ৪:৪৯ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

সেলিম মাহবুব, ছাতক(সুনামগঞ্জ)
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ছাতক উপজেলার ৪০ জন ব্রাহ্মণ পুরোহিতদের কে প্রনোদনা হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্রাহ্মন পুরোহিতদের প্রনোদনা প্রদান করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল। এসময় উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আ’লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, বাংলাদেশ ব্রাহ্মণ পুরোহিত ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অরুন অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না