ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩৯
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম আন্দরকিল্লাহ্ শাহীজামে মসজিদ খতিবের ২ নাতিনাতনির পুকুরে ডুবে মৃত্যু।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৬, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

রায়পুরের হায়দরগঞ্জে আজ শুক্রবার সকাল ১১টায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছেন চট্টগ্রামের চট্টগ্রাম আন্দরকিল্লাহ্ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সাঃ) আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল মাদানীর নাতি ও নাতনি। যথাক্রমে- মুফতি সাইয়্যেদ তাহের ইজ্জুদীন জাবেরীর মেয়ে আরিয়া (৬) এবং ছাইয়্যেদ ফয়সাল জাবেরীর ছেলে ফাইয়াজ হোসেন(৭)।

পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

ঘটনাটি ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না