প্রকাশ দেব, চট্টগ্রাম।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ডা. অসীম কুমার নাথ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গত ২৮ মে। এরপর থেকে চিকিৎসার কারণে তিনি নিজের কর্মস্থলে করোনারোগীদের সেবায় আসতে পারেননি।
অবশেষে ২৯ দিন পর সুস্থ হয়ে বৃহস্পতিবার (২৫ জুন) ফের কাজে যোগ দিয়েছেন চট্টগ্রামের করোনারোগীদের অন্যতম ভরসা এই চিকিৎসক। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথম কিছুদিন জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হয়ে বাসায় বিশ্রামে ছিলেন তিনি।
সুস্থ হয়ে ডা. অসীম কুমার নাথের অফিসে যোগ দেয়ার বিষয়টি করেছেন তার অনুপস্থিতিতে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করা ডা. শফিকুল ইসলাম।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।