ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৯
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ এর ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ!

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৬, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

গুরুদাসপুর (নাটোর প্রতিনিধি) 

নাটোরের গুরুদাসপুরে মুজিববর্ষ উপলক্ষে ফলজ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করেছেন উপজেলা ছাত্রলীগ।

গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় শিক্ষাসংঘ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস। এসময় প্রধান অতিথি নিজ হাতে এক হাজার চারা উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধঁন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়। তারই অংশ হিসেবে গুরুদাসপুর উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ নিয়ে উপজেলা জুড়ে মাস ব্যাপী ফলজ ও বনজ চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজ নিজ দায়িত্বে তিনটি করে ফলজ গাছ লাগানোর আহবান জানান।
পরে ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান ও তার নেতৃবৃন্দ শিক্ষা সংঘ সরকারী বিদ্যালয়ের আঙ্গিনায় ফলজ গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস,গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মান্নান খলিফা, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রাজকুমার কাসি, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ,আওয়ামীলীগ নেতা মাসুদ সরকার,রুবেল সরকার,সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না