জাহিদুল ইসলামঃ সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।
সোনাগাজী উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও ক্বারী রফিক উদ্দিন মাষ্টার মৃত্যু বরণ করেছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল কাদের বার্ধক্যজনিত কারনে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।পরে রাত সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রিয় মর্যদায় গার্ড অব অনার প্রদর্শন করে জানাজা শেষে পারিবারীক কবরস্তানে তাকে দাফন করা হয়।
এদিকে শুক্রবার রাতে নবাবপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা ক্বারী রফিক উদ্দিন মাষ্টার। শুক্রবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যদায় তাকে গার্ড অব অনার প্রদর্শন শেষে পারিবারীক কবরস্তানে দাফন করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।