ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৭, ২০২০ ২:৫০ অপরাহ্ণ
পঠিত: 48 বার
Link Copied!

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্বাস আলী(৪৭) এক কৃষকের মুত্যু হয়েছে।গত শুক্রবার সকাল সাড়ে ১০টা ৪০ মিনিট উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্বাস আলী গোলাবাড়ি গ্রামের মৃত বেলায়েত হোসেন এর ছেলে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্বাস আলী এর স্ত্রী বলেন, সকালে বৃষ্টির সময় হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে যান আব্বাস আলী। পরে পাশে থাকা চার্জে বসানো একটি অটো-ভ্যান ব্যাটারি চালিত ধরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হন আব্বাস আলী ।
পরে স্বজনরা উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না