ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭দোকান পুড়ে ছাই প্রায় দুইকোটি টাকার ক্ষয়ক্ষতি।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৭, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম।

ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বাজারের ৬৭ টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে বারোটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৌদ্ধ মন্দির এর কাছে বাজারের একটি অংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রত ছড়িয়ে পড়লে বাজারের ৭টি গুদামের মালামাল সহ ৬৭ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন মিলে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে।

উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রোয়াংছড়ি বাজারে অপর একটি অগ্নিকান্ডে ৭টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে হয়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না