ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
আজকের সর্বশেষ সবখবর

রাউজান হালদায় ৭হাজার মিটার অবৈধ ভাসাজাল ও ঘেরাটানা জাল আটক।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৭, ২০২০ ৩:৪৫ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

প্রকাশ দেব, চট্টগ্রাম। 
হালদা নদী থেকে প্রায় ৭ হাজার মিটার অবৈধ ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর সত্তার ঘাট থেকে শুরু করে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ এবং ডলফিন রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। সত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করি। এতে প্রায় ৭ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। মা মাছ ও ডলফিন রক্ষার এই অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না