ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম উত্তরজেলা আলীগের সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৮, ২০২০ ২:১৭ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালামের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) তিনি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। শনিবার (২৭ জুন) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে- তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি যেখানে নমুনা দিয়েছিলেন সেখান থেকে মুঠোফোনে তার করোনা পজেটিভ বলে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, শুক্রবার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে তার নমুনা ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তবে করোনার উপসর্গ থাকায় গত বৃহস্পতিবার এম এ সালাম হাসপাতালে ভর্তি হন। তার স্বাসকষ্ট রয়েছে এবং তিনি আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না