এ বছর ডেঙ্গু অশংঙ্কা কম দেখা গেছে দেশে। গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর উৎপাত নেই বলা চলে। যদিও বছরের শুরুতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কয়েক জন তবে এ বছর এর প্রভাব খুব কম পড়েছে ঘরে ঘরে কেননা করোনার পাশাপাশি সাবধানতা পালন করছেন সবাই ডেঙ্গুকে নিয়ে ও। কারণ ডেঙ্গু আক্রান্ত খুবই ভয়াবহ এক অবস্থা।
যেমন করোনা আক্রান্ত হলে কিছু আশংঙ্কা দেখা দেয় তেমনি গাঁয়ে রেশ্ হলে,বমি বমি ভাব হলে , ধুম জ্বর অনুভব হলেও বুঝে নিতে হবে ডেঙ্গুর সম্ভাবনা রয়েছে। তাই ডেঙ্গু হলে আমাদের সকলের খুব সতর্ক থাকা উচিত।
রোগে আক্রান্ত হলে যত সম্ভব বিশ্রাম নিতে হবে,প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে,এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। তাহলে করোনার মতো ডেঙ্গু থেকে ও বেঁচে থাকা সম্ভব।
তবে এবার ডেঙ্গুর আশংঙ্কা এড়াতে ঢাকা সিটি কর্পোরেশন বিশেষ ভূমিকা পালন করেছেন স্কুল, কলেজ,সামাজিক প্রতিষ্ঠানগুলোতে লর্ভা নিধন করেছেন এবং চিরুনি অভিযান চালিয়ে ধরতে পেরেছেন নানান ঘর, বাড়ির পরিস্কার পরিচ্ছন্নতার খবর। এডিস প্রতিরোধ এড়াতে নিয়মিত করিয়েছেন যায়গায় যায়গায় স্প্রে এবং নিরাপদ রেখেছেন দেশ বাসীদের।
ডেঙ্গু এক আতঙ্কের বিষয় তাই এটি প্রতিরোধ করতে ঢাকা সিটি কর্পোরেশন নিয়েছেন বিশেষ উদ্যেগ। নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্যে লার্ভা নিধন করেছেন। তাই নগরবাসীদের ও সচেতন থাকতে হবে এবং ডেঙ্গু এড়াতে ঘর,বাড়ি,উঠান ইত্যাদি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।