ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে ঘুমঘুম সীমান্তে বেতবুনীয়ায় ৫০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্ৰেফতার।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৮, ২০২০ ৮:৩২ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবনিয়ার পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযানে পৃথকভাবে ৪৯, ৫৬৫ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেন ।

আটককৃতরা হলেন- পশ্চিম পাড়ার মৃত মকবুল ছোবাহানের দুই ছেলে মো. রশিদ (৩৫), লুৎফর রহমান (২৩) একই এলাকার মৃত মীর কাসেমের ছেলে ছৈয়দ আলম প্রকাশ বদি খলিফাকে (৩৫)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক আসামী ও পলাতক আরো চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তবে প্রকৃত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে।

ওসি মোহাম্মদ আলমগীর হোসেন আরো বলেন, ‘মাদকদ্রব্য ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই। যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, দুর্গম ও পাহাড়ী পথ হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি হয়ে র্দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে একটি বড় সিন্ডিকেট।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না