ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

রাউজান পৌরসভার ৭নং সাবেক ওয়ার্ড কমিশনার করোনা উপসর্গে মৃত্যুবরণ।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৮, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিআরসি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আলম চৌধুরী আকস্মিভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টায় আকস্মিকভাবে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

মরহুমের ছোট ভাই হাজী নুরুল আবছার চৌধুরী বলেন ‘বড় ভাই নুরুল আলম সকালে পুকুর পাড়ে হাঁটতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে যায়। এরপর গহিরা জে.কে.মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার বড়। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

আজ রবিবার আসরের নামাজের পর জানাজা শেষে মরহুম নুরুল আলমকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। সাবেক কমিশনানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সুলতাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবরসহ আরও অনেকে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না