ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৮, ২০২০ ৯:৩৪ অপরাহ্ণ
পঠিত: 44 বার
Link Copied!

সেলিম আহম্মেদ বিশেষ প্রতিনিধি

 

কচুরিপানা আসতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় লাল হোসেন (৭০) নামের এক
বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত লাল হোসেন চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২৭জুন) বিকাল ৪টার দিকে
একটি ডিঙি নৌকা নিয়ে সাফারিপাড়া গ্রামের চর থেকে কচুরিপানা আনতে গিয়ে
নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর রোববার বিকাল ৩টার দিকে হাওরের পানিতে তার
লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার লাশ উদ্ধারের পর পুলিশ যাওয়ার আগেই তাদের
পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, ঘটনার
সত্যতা নিশ্চিত করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান বলেন,
এব্যাপারে খোঁজ খবর নিয়ে নিহতের পরিবারকে সহযোগীতা করা হবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না