ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে কিন্টারগার্ডেন স্কুল শিক্ষক পেলেন প্রধানমন্ত্রীর ভালবাসার উপহার।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৯, ২০২০ ১১:০৯ পূর্বাহ্ণ
পঠিত: 66 বার
Link Copied!

করোনা মোকাবেলায় খাদ্য সহায়তার অংশ হিসেবে  ১০০ জন কিন্ডারগার্টেন শিক্ষক পেয়েছেন ভালবাসার থলে । আজ রবিবার(২৮ জুন) হাটহাজারী উপজেলা প্রশাসনের ফুড ব্যাংকে রাখা এই থলে তারা নিজেরাই গ্রহণ করেন, হাতে তুলে দেয়ার আনুষ্ঠানিকতা ছিল না বলে জানান হাটহাজারী উপজেলার ইএনও রুহুল আমিন।

তিনি জানান, কিন্ডারগার্টেন শিক্ষকদেরকে আজ দ্বিতীয় দফায় দেয়া হয় এই খাদ্য সহায়তা,এর আগে আরও ১০০ জন শিক্ষককে দেয়া হয়েছিল। করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর থেকেই উপজেলার সকল কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। ভালবাসার থলেতে ছিল,চাল ডাল আটা তেল।

উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ৩ হাজার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে ভালবাসার থলে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না