কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক নুরুজ্জামান (২৬)নাইক্ক্যছড়ির তুমব্রু ক্যাম্প এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকীর ছেলে। তিনি আলীকদম উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম জানান, যাত্রীবাহী বাসটি (মারছা পরিবহন) ছিল চট্টগ্রামমুখী আর নুরুজ্জামান মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন কক্সবাজার। পাশ দিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা লেগে নুরুজ্জামান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।