ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৯, ২০২০ ২:২১ অপরাহ্ণ
পঠিত: 32 বার
Link Copied!

রামগড় পৌরসভার কালাডেবা বাজারে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা বাজারের দক্ষিণ পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কামাল উদ্দিন ও সেরাজুল হকের দুটি ঘরের ৯ জন ভাড়াটিয়ার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। যার মধ্যে ১টি বেকারী, ২টি কীটনাশক, ১টি সেলুন, ১টি ফার্নিচার দোকান, ১ টি গোডাউন ও ১টি মুদি দোকান রয়েছে।

স্থানীয় কাউন্সিলর আবুল বশর জানান, মধ্যরাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সাথে সাথে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যথায় আরও ভয়াবহ হতে পারতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন।
এদিকে খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদোরুদ্দোজা ও রামগড় পৌর মেয়র ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না