ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:২৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম একে খান মোড়ে সক্রিয় ডাকাত দলের ৩ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৯, ২০২০ ২:২৬ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

নগরীর অলংকার মোড় সংলগ্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পাহাড়তলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হারুনুর রশিদ (৩২), জামাল হোসেন প্রকাশ মানিক (৪০) ও নুর নবী (৪৮)।

নগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মোস্তাক হোসেন বলেন, গোপন সংবাদের শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অলংকার মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি ছোরা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে জামাল হোসেন প্রকাশ মানিক ও হারুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না