মোঃ রাসেদুল ইসলাম হাকিমপুর (হিলি) প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর (হিলি) তে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক (আইডিএ) প্রশিক্ষন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯শে জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন।
এছাড়াও উপস্থিত ছিলে ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমানসহ প্রমুখ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।