ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

হাকিমপুর (হিলি) তে ফেনসিডিল ও ভারতীয় পণ্যসহ আটক-১

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ২৯, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ
পঠিত: 83 বার
Link Copied!

মোঃ রাসেদুল ইসলাম হাকিমপুর (হিলি) প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল, ২০৪ পিস ইয়াবা, ৫৫ পিস শাড়ী ও কসমেটিকস পন্যসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।

আজ সোমবার ভোর রাতে উপজেলার নন্দিপুর এলাকা থেকে ওই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল চোরাকারবারি ভারতীয় মাদক মজুত করছে নন্দিপুর গ্রামে। এমন সংবাদ পেয়ে নন্দিপুর গ্রামের মৃত কাফি মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল, ২০৪ পিস ইয়াবা, ৫৫ পিস শাড়ী ও কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আজ সোমবার মাদক ও চোরাচালান আইনে নিয়মিত মামলা পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না