মো: রানা খামারু (গুরুদাসপুর নাটোর প্রতিনিধি.)
নাটোরেরর গুরুদাসপুর উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৯ জুন সোমবার দুপুরে স্থানীয় সরকারের পক্ষ থেকে উপজেলার ৫৪ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে উপজেলা পরিষদ চত্বরে এ সব বাইসাইকেল বিতরণ করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তমাল হোসেনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম দোলনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশেরা তাদের কাজে আরো গতি ফিরে পাবেন মাদক,জুয়া, বাল্য বিয়ে,ইভটিজিং, চুরি ও ছিনতাই প্রতিরোধে আরো বেশী উদ্বুদ্ধ এবং সক্রিয় হবেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।