নগররী হালিশহরের পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজে দীর্ঘসূত্রিতায় অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ রোববার (২৮ জুন) নগরীর তাসপিয়া থেকে সাগরিকা পর্যন্ত রাস্তাটির কাজ পরিদর্শনকালে আগামী নভেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বরত প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে মেয়র নাছির বলেন, গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কার কাজের দীর্ঘসূত্রিতা জনদূর্ভোগ বাড়ানো ঠিকাদারদের চুক্তির বরখেলাপ। কাজের দীর্ঘসূত্রিতা এবং গুণগত মান রক্ষা করা না হলে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, নাসির উদ্দিন, মোহাম্মদ মাহবুব ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।