নগরীর খুলশী থানার আমবাগান ক্যান্টিন গেইট রোড সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টা ১০ মিনিটে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে ছিনতাইকারী মো. ইয়াসিন প্রকাশ লেদু (৩৮), মো. সোহাগ (২২), মো. আবুল কাশেম প্রকাশ মাইজ্যা(২২) ও মো. জসিমকে (২৪) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি ছোরা ও ১টি হেস্কু ব্লেড উদ্ধার করা।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদের দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরির্দশক অংসা থোয়াই মারমা ও পুলিশ পরিদর্শক ওসমান গনি এর নেতৃত্বে ৩ নম্বর বিশেষ টিম গোপন সংবাদের খুলশী থানার আমবাগান ক্যান্টিন গেইট রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই চার সক্রিয় ছিনতাইকারীকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।