ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১:০১
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় স্থানীয় ১ ব্যাবসায়ী নিহত।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৩০, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

পটিয়ায় সড়ক দুর্ঘটনায়  ধান ব্যবসায়ী  আবদুর রহমান সওদাগর  (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আবদুর রহমান স্থানীয় শান্তিরহাট  উপজেলার মালিয়ারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আজ সোমবার (২৯ জুন) সকাল ১১ টায় পটিয়ার শান্তিরহাটে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শান্তিরহাটে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী রিল্যাক্স চেয়ারকোচ গাড়িটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়।’

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না