ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে চাঁদাবাজী ও চোরের উপদ্রব রূখতে দোকান মালিক সমিতির লাঠি-বাঁশি বিতরণ!!

নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২০ ১:১২ অপরাহ্ণ
পঠিত: 212 বার
Link Copied!

দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রিয়াদ হাসান আকাশঃ

দিনাজপুরে চাঁদাবাজী ও চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সদরের মালদহপট্টি-সাধনা মোড় দোকান মালিক ব্যবসায়ী সমিতি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। সবাই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রশাসনের অনুমতিক্রমে সম্প্রতি সবার হাতে লাঠি এবং বাঁশি বিতরণ করা হয়।

উক্ত লাঠি-বাঁশি বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বিমল পালসহ সমিতির সদস্য ও ব্যবসায়ীবৃন্দ। ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে চাঁদাবাজ ও চোরের উপদ্রব থেকে আত্মরক্ষার কৌশল খোঁজা হচ্ছিল। পরবর্তীতে সবার সাথে আলোচনাক্রমে লাঠি-বাঁশি বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী কোথাও বা কোন দোকানে চাঁদাবাজ বা চোর আসলে সংশ্লিষ্ট দোকানদার বাঁশি বাজিয়ে সবাইকে ডাকবেন। আর সকল দোকানদার লাঠি হাতে সেখানে উপস্থিত হয়ে চাঁদাবাজ বা চোরকে আইনের হাতে সোপর্দ করবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এভাবে মালদহপট্টি বা সাধনা মোড় এলাকায় শান্তি-শৃংখলা ফিরে আসবে।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না