ঢাকাশুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনা আক্রান্তের রেকর্ড ১দিনে ৪৪৫জন নতুন সনাক্ত আক্রান্ত ৮৪৭২জন।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৩০, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
পঠিত: 35 বার
Link Copied!

চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  সোমবার (২৯ জুন) ৭টি ল্যাবে ১৫৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪৭২ জনে।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৬, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২৩৩ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪৭৭টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৫১টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১২৭টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১০টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে নতুন যুক্ত হওয়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২৮০টি নমুনা পরীক্ষা করে ১৪১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এতে বিআইটিআইডিতে ৩১ জন, সিভাসুতে ৮৩ জন, চমেকে ১২১ জন, চবিতে ৪৫ জন, ইম্পেরিয়ালে ২৩ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ১ জন ও শেভরণে ১৪১ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ১৫৯৪ টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৪৪৫ জনের। এরমধ্যে ৩২৪ জন নগরীর এবং ১২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলা মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়া ৭, বাঁশখালীর ২, আনোয়ারা ৬, চন্দনাইশ ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৬, রাউজানের ৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীতে ২২, মিরসরাইয়ের ২৬, সীতাকুণ্ডের ১৪ ও সন্দ্বীপে ৫ জন আছেন।

Attachments area

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না