ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যু।

মাহমুদুল হাসান, সাব-এডিটর
জুন ৩০, ২০২০ ১:৪৭ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ ওমর ফারুক। রবিবার (২৮ ‍জুন) দিবাগত রাত ৩টায় রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম নৌ পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন।

সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে মোহাম্মদ ওমর ফারুক নামের এক সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। তিনি ২০০৩ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না