করোনা চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করায় চট্টগ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় মন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম সড়ক বিভাগের মাধ্যমে আজ সোমবার (২৯ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার জন্য মন্ত্রীর পক্ষ থেকে ফ্লু নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়। এছাড়াও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবহারের জন্য একটি ল্যাপটপ এবং একটি প্রিন্টার প্রদান করা হয়।
এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান এবং চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ। এ সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিকুর রহমান এসব উপহার সামগ্রী গ্রহণ করেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।