ঢাকাশনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, রাত ১২:৩২
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আবারও শুরু হয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ

মাহমুদুল হাসান, সাব-এডিটর
আগস্ট ২২, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ
পঠিত: 410 বার
Link Copied!

বিশেষ প্রতিনিধি রবিনঃ 

 করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম। এবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস রাজশাহীতেও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে নতুন আবেদন গ্রহণ।
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মোহা. আজমল কবির জানান, রি-ইস্যু আবেদন আগে থেকেই গ্রহণ করা হচ্ছিল। তবে সরকারি আদেশের পরিপেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে নতুন আবেদন গ্রহণ শুরু করা হয়েছে।
এরআগে , বুধবার (১৯ আগস্ট) অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়টি বলা হয়।
গত ২২ মার্চ থেকে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত ছিল।

দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না