APC” দুর্ঘটনায় এক সৈনিকের মৃত্যু।


বিডি আলো ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন /
APC” দুর্ঘটনায় এক সৈনিকের মৃত্যু।
তাজমীর হোসাইন, বদরগঞ্চ প্রতিনিধিঃ
১৩/০১/২০২১ইং সকাল ৮.০০ টায় রংপুরের ১০ নং ওয়ার্ডের কেরানির হাট জগদীশ পুর শাহ্ পাড়ায় “APC” দুর্ঘটনায় বদরগন্জ রামকৃষ্ণপুরের কৃতী সন্তান “তারিকুল ইসলাম”  শাহাদাত বরণ করেন । তিনি খুব সাহসী ও বিশ্বস্ত ছিলেন। তার পরিবার গভীরভাবে শোকাহত।  তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।