ডেক্স নিউজ:
আইটি কার্যক্রমের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, সাথে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠি আর এই সুযোগটা দিচ্ছে মুলত বাংলাদেশী একটি হোস্টিং কোম্পানী । কোম্পানীর নাম মুন্নিহোস্ট। তারা এ বিষয়ে তাদের ওয়েবসাইটে একটি নোটিস প্রদান করেছে । মুন্নিহোস্ট থেকে যেকোন ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস কিনলেই পাওয়া যাবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স সম্পূর্ণ ফ্রী । বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী দারীদ্রতা ও বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে এগিয়ে নিতে ফ্রিলান্সিং খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় । কিন্তু অনেকেরই এ বিষয়ে যথেষ্ট জ্ঞান না থাকায় বা এ বিষয়ে সঠিক গাইডলাইন না থাকায়, ইচ্ছা থাকা সত্বেও এ বিষয়ে এগোতে পারছেন না বা সুষ্পষ্ট ধারণা নিতেও পারছেন না । তাই এই হোস্টিং কোম্পানির এই উদ্যোগ। মুন্নিহোস্ট কোম্পানির কোর্সে যেসকল সুবিধা আছে: • বেসিক থেকে শুরু করে এডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ বাংলায় ক্লাস প্রদান করা হবে। • স্টেপ বাই স্টেপ স্ক্রিনশেয়ার করে ট্রেইনআপ করা হবে । (লিংক শেয়ার করা হবে যেখানে শিক্ষার্থীরা লাইভ ক্লাস দেখতে পারবে।) • ক্লাস চলাকালীন প্রতিটা শিক্ষার্থী এবং ট্রেইনার পরস্পরের সাথে কথা বলে তাদের সমস্যা, বা কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশ্ন করতে পারবে বা তাদের মতামত জানাতে পারবে । • কোর্স শেষে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রদান করা হবে • ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে(Fiverr,upwork,freelancer) কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ কমপ্লিট করে ক্লাইন্টসকে বুঝিয়ে দিতে হবে ক্ষেত্রে সহযোগীতা করা হবে । • বিভিন্ন প্রিমিয়াম ডিজাইন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থীম+প্লাগিন, প্রিমিয়াম পিএইপি স্ক্রিপ্ট সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি এক্সেস দেয়া হবে । • জব হোল্ডার, শিক্ষার্থী বা বেকার যুবকদের ব্যাচভিত্তিক আলাদা আলাদা ক্লাস সিডিউল করার ব্যবস্থা । (বি:দ্র: প্রতি ব্যাচে 20 জন করে ক্লাস নেয়া হবে ।) • বিশেষ করে তাদের প্রতিটা ক্লাসই সন্ধাকালীন হবে । কেননা, তাদের এ বিষয়ে এক্সপার্ট ট্রেইনার টীম তাদের ফ্রী সময়টাতে এই ক্লাস গুলো পরিচালনা করবে । তারা যে যে বিষয়ে কোর্স চালু করতে যাচ্ছে: • ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (ফ্রী) • গ্রাফিক্স ডিজাইন আপাতত এই দুইটি বিষয় নিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করতে যাচ্ছে । শিখতে যা যা আপনার থাকা লাগবে : • এন্ড্রোয়েড ফোন/কম্পিউটার/ল্যাপটপ (যেহেতু তারা অনলাইনে ক্লাস পরিচালনা করবো । তাই আপনার এই ক্লাসে অংশগ্রহন করার জন্য, অবশ্যই এন্ড্রোয়েড ফোন/কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে )
নিবন্ধনের লিঙ্কঃ https://smart.munnihost.com/online_admission
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।