এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম ম্যাচে মুলতান সুলতানকে ৬ উইকেটে হারিয়েছে পেশোয়ার জালমি। ৩৯০ রানের জমজমাট এই ম্যাচে আফ্রিদি-রিজওয়ানদের সুলতানকে হারালো মালিক-ইমামদের জালমি।
টস হেরে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে মুলতান সুলতান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ভিন্স। ৫৫ নলে ৩ ছক্কা ও ৯ চারে এমন ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটসম্যান।
এছাড়া রিজওয়ান খেলেন ২ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ৪১ রানের ইনিংস এবং ২ ছক্কা ও ৪ চারে ২১ বলে ৩৬ রান করেন মাকসুূদ।
জবাবে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় জালমি। ১৯ ওভারে ৪উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেন ওয়াহাব রিয়াজের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন টম খোলার-ক্যাডমোর। ১ ছক্কা ও ৬ চারের সাহায্যে এই রান করেন।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।