বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।
সোমবার নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। পরীমনি জানান, আমার ভার্টিগো (মাথা ঘোরা) রোগটি মারাত্মক পর্যায়ে রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভার্টিগো হলো এমন অনুভূতি যে, আপনি বা আপনার চারপাশের পরিবেশ নড়াচড়া করছে বা ঘুরছে। এই অনুভূতিটি খুব কমই লক্ষণীয় হতে পারে, অথবা এটি এত তীব্র হতে পারে যে আপনার ভারসাম্য বজায় রাখা এবং দৈনন্দিন কাজগুলো করা কঠিন হয়ে পড়ে।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।