মনীষ সরকার রানা, বিশেষ প্রতিনিধিঃ
(০১ নভেম্বর,২০২১) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজাউল আলম রেজা
মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে চেয়ারম্যান পদে লড়বেন রেজা । সংগঠক ও শিক্ষানুরাগী হিসাবে যথেষ্ট সুনাম রয়েছে জননেতা রেজাউল আলম রেজার । উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন । বর্তমানে উপজেলা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম-আহবায়ক হিসাবে দলকে সংগঠিত করতে গুরুত্ব পূর্ণ অক্লান্ত পরিশ্রম করছেন তিনি ।
গত ইউপি নির্বাচনে এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গোলাম কবীর মুকুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন । কিন্তু আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন বোর্ড তাঁর উপর আস্থা রাখতে পারেননি । আস্থা রেখেছেন জননেতা রেজাউল আলম রেজার প্রতি । ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতা কর্মী ও কয়েক হাজার সমর্থক সাথে নিয়ে গতকাল মনোনয়ন পত্র দাখিল করেছেন । স্থানীয় দলীয় নেতা কর্মী ছাড়াও ইউনিয়নের সাধারন মানুষ , জননেতা রেজাউল আলম রেজাকে তাঁদের চেয়ারম্যান নির্বাচিত করাব ব্যাপারে শতভাগ আশাবাদী ।
দৈনিক বাংলাদেশ আলো পত্রিকায় প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।